
ঢাকা: একযুগ আগে গাজীপুর-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যার ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিলের উপর বুধবার হাইকোর্টের রায় ঘোষণা করা হবে।
গত বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন। এর মধ্য দিয়ে এক যুগ আগে ঘটে যাওয়া নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার হাইকোর্টে শেষ হতে যাচ্ছে।
এর আগে আসামিদের ডেথ রেফারেন্স আপিল আবেদনের উপর হাইকোর্টে শুনানি হয়। ৮ জুন শুনানি শেষ হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এ মামলায় বিচারিক আদালত যে রায় দিয়েছে, তা বহাল থাকবে বলে তিনি প্রত্যাশা করছেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি এটর্নি জেনারেল রোনা নাহরীন ও সহকারী এটর্নি জেনারেল মনজু নাজনিন। আসামিদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, টি এইচ খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, এজে মোহাম্মদ অলী, এ এম মাহবুব উদ্দিন খোকনসহ কয়েকজন আইনজীবী।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আহসান উল্লাহ মাস্টারকে ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভা চলাকালে একদল সন্ত্রাসী নির্মম ও বর্বরোচিতভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই