
ঢাকা: মঙ্গলবার রাত বারটায় শেষ হয়েছে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। শেষ সময়েও যারা নিজেদের সিম নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন তাদের সিম বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে মোবাইল অপারেটরগুলো।
প্রাথমিক পর্যায়ে অনিবন্ধিত সিমের আউটগোয়িং কল বন্ধ থাকবে। আরো তিন থেকে চারদিন ওই সিমগুলোতে ইনকামিং কল আসবে। পরে একেবারে বন্ধ করে দেয়া হবে অনিবন্ধিত সিমগুলো।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি’র সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, রাত ১২টার পর থেকেই মোবাইল অপারেটরগুলো সিম বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। প্রথমেই আউটগোয়িং কল বন্ধ করা হয়েছে।
আস্তে আস্তে ইনকামিং ও আউটগোয়িংসহ সব সেবা বন্ধ করে দেয়া হবে। তবে বন্ধ করে দেয়া হলেও ৫৪০ দিনের মধ্যে বায়োমেট্রিক ভেরিফিকেশন করে পুনরায় সিম চালু করা যাবে।
বন্ধ হয়ে যাওয়া সিম পুনরায় পেতে হলে প্রমাণ সাপেক্ষে কিনতে হবে নিজের সিমটি। ৪৫০ দিন পার হয়ে গেলে বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ হয়ে যাওয়া সিম বিক্রির ঘোষণা দিতে পারবে অপারেটরগুলো।
এরপর ভেরিফিকেশন করে সংযোগ পেতে ৯০ দিন সময় পাবেন গ্রাহক। কিন্তু যদি কোন গ্রাহক সিম পুনর্নিবন্ধন না করেন তবে নির্ধারিত সময়ের পর অন্য গ্রাহকের কাছে সিমটি বিক্রি করতে পারবে অপারেটরগুলো।
যেসব গ্রাহক জাতীয় পরিচয়পত্র না দিয়ে অন্য কোন পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করেছেন তাদের নিবন্ধনের মেয়াদ ৬ মাস। এটি পরে আবার নিবন্ধন করতে হতে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রায় ১৩ কোটি ২০ লাখ সিমের মধ্যে ১০ কোটি ৪৮ লাখ ৬৫ হাজার ৩০৬ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে। এ হিসাবে প্রায় আড়াই কোটি সিম নিবন্ধনের বাইরে রয়েছে। এগুলো বন্ধ করা হচ্ছে।
মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ঠিক কতগুলো সিম নিবন্ধিত হয়েছে তা এখনো জানা যায়নি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই