
ঢাকা: আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীতে সাতজন নতুন। শনিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং কেন্দ্রীয় কমিটিতে আরও কয়েকটি নতুন মুখ আসছে এমন খবর জানিয়েছেন দিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৭ সম্পাদক, ২ উপ-সম্পাদক ও ২৮ সদস্যের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করা হবে।
শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভা শেষে দলটির নতুন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘কমিটিতে বেশকিছু নতুন মুখ এসেছে। তৃণমূল থেকেও অনেককে আনা হয়েছে। নতুন যারা এসেছেন, তারা দক্ষ, যোগ্য ও মেধাবী হওয়ার কারণেই কমিটিতে জায়গা করে নিয়েছেন।’
ওবায়দুল কাদের আরো বলেন, শিগগিরই মন্ত্রিসভায় রদব দল আনা হবে। কবে আনা হচ্ছে এমন প্রশ্ন তিনি বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার’।
এর আগে, গত ২৫ অক্টোবর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণা করে দলটি। গত ২৩ অক্টোবর দলটির জাতীয় সম্মেলন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১৪ জন সভাপতিমণ্ডলীর সদস্য, ৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের নাম ঘোষণা করা হয়েছিল।
সম্পাদকমণ্ডলীর যে ১৪ জনের নাম ঘোষণা করা হয় তাদের মধ্যের ছয়টি পদে নতুন মুখ দেখা যায়। নতুনদের মধ্যে রয়েছেন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে বিজিএমইএর সাবেক সভাপতি রংপুরের সংসদ সদস্য টিপু মুনশি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পদে সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে শামসুন্নাহার চাঁপা, সাংস্কৃতিক সম্পাদক পদে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে স্বাচিপ নেতা ডা. রোকেয়া সুলতানা।
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: প্রণব