
ঢাকা: সাত নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলে আওয়ামী লীগের ব্যর্থতা, অসত্য, পাপ বেরিয়ে আসবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিনিতে বিপ্লব ও সংহতি দিসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ৭ নভেম্বরকে ভয় পায়। যারা দখলদার, গণতন্ত্র হত্যাকারী, যারা অসত্য কথা বলে তার কখনই বিপ্লব ও সংহতি দিবসকে মেনে নিবে না। এই দিনকে মেনে নিলে আওয়ামী লীগের সমস্ত কেলেঙ্কারি বেরিয়ে আসবে।
এসময় প্রধানমন্ত্রীকে সাবধান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনার আশপাশে যারা আছে তারাই আপনার বাবার হত্যার সঙ্গে জড়িত। এদের থেকে দূরে এবং সাবধান হবেন। না হলে দেখবেন আপনার বাবার মত একদিন আপনারও একই রকম অবস্থা হবে।
প্রধানমন্ত্রীর কথা প্রসঙ্গে রিজভী বলেন, আপনি নিজেই বলেছিলেন, আপনাকে বাদে আওয়ামী লীগের সবাইকে কেনা যাবে তাহলে ভাবেন যাদের আপনি আপন ভাবছেন তারা আপনার বাবার সঙ্গে যেমন প্রতারণা করেছিল তারা যে আপনার সাথে করবে না তার কি নিশ্চয়তা আছে।
এসময় রিজভী বলেন, প্রধানমন্ত্রী শুধু বিএনপির চাপেই থাকে না তার দলের নেতাদের ভয়েও থাকে।
পুলিশকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনারা যদি রাষ্ট্রে বাহিনী হন এবং দেশের মানুষের জন্য কাজ করেন তবে আগামী ১৩ নভেম্বর সমাবেশ করার অনুমতি দিবেন আর যদি কোন দলের ভাড়াটে বাহিনী হন তবে আর কিছু বলার নেই।
এসময় তিনি বলেন, আগামী ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য বিএনপি সম্পূর্ণভাবে প্রস্তত। এসময় আরও উপস্থিত ছিলেন, আব্দুস সালাম, কাদর গনি চৌধুরী, রিয়াজুল ইসলাম রিজু, আব্দুল আউয়াল, ওবায়দুল ইসলাম সহ প্রমুখ।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: মাহতাব