
ঢাকা: আওয়ামী লীগের গঠনতন্ত্রে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড সংযোজন করে পরিবর্তন আনা হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কাউন্সিল অধিবেশনে রোববার এ গঠনতন্ত্রে এ পরিবর্তন আনা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ও প্রধামন্ত্রী শেখ হাসিনা।
গঠনতন্ত্র উপকমিটির আহ্বায়ক পরিবর্তিত গঠনতন্ত্রের প্রস্তাব করেন। পরে দলীয় কাউন্সিলদের কণ্ঠভোটে তা সর্বসম্মতভাবে পাশ হয়। দলীয়ভাবে স্থানীয় সরকার হওয়ায় নির্বাচনে প্রতিনিধি মনোনয়নের জন্য এ বোর্ড গঠন করা হয়। এ বোর্ডের নাম হবে, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। বোর্ডের সদস্য সংখ্যা হবে ১৯। দলের সভাপতি এ বোর্ডের সভাপতি হবেন এবং সদস্যসচিব হবেন দলের সাধারণ সম্পাদক।
এ বোর্ড তৃণমূলের মতামতের ভিত্তিতে চূড়ান্ত মনোনয়ন দেবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন হলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক তিন প্রার্থীর নাম চূড়ান্ত করে বোর্ডে পাঠাবে। এছাড়া গঠনতন্ত্রে দলের কার্যনিবাহী সংসদের সদস্য সংখ্যা ৭৩ থেকে বাড়িয়ে ৮১ করা হয়।
কার্যনির্বাহী কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য সংখ্যা ১৫ থেকে বেড়ে ১৯, যুগ্ম সাধারণ সম্পাদক তিন থেকে বেড়ে চার, সাংগঠনিক সম্পাদক সাত থেকে বেড়ে আট এবং কার্যনির্বাহী সদস্য আরো দুজন করে বাড়ানো হয়। এছাড়া নতুন গঠনতন্ত্রে জাতীয় কমিটির সংখ্যাও বাড়ানো হয়। এ কমিটিতে একশো ৭০ সদস্য থেকে বাড়িয়ে একশো ৮০ করা হয়। এছাড়া দলের প্রাথমিক সদস্য ফোরামের চাঁদা দশ টাকা থেকে বাড়িয়ে বিশ টাকা করা হয়।
প্রতিবেদন: ইয়াসিন রানা, সম্পাদনা: আবু তাহের