
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে হারুনুর রশীদকে মনোনয়ন দেয়া হয়েছে।
দলীয় সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে এ মনোনয়ন প্রদান করেছেন।
বুধবার সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হারুনুর রশীদ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং আবাহনী লিমিটেডের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-২ রায়পুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ- সভাপতি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাহি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত শনিবার বিকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত বার্তায় পূর্ণাঙ্গ কমিটির ৩৮ জনের মধ্যে ২৮ জনের নাম ঘোষণা করা হয়। এর আগে দুই দফায় ৮১ সদ্যসের কেন্দ্রীয় কমিটির ৪৩ নেতারা নাম ঘোষণা করা হয়।
কাউন্সিলের দ্বিতীয় দিনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির ২১ জনের নাম ঘোষণা করা হয়। পরে সম্পাদকমণ্ডলীর ২২ জনের নাম ঘোষণা করা হয়।
এরপর গত শনিবার কার্যনির্বাহী সদস্য পদে ২৮ জনের নাম ঘোষণা করা হয়।
১০ টি পদের নাম ঘোষণা বাকি ছিল। এর মধ্যে সভাপতিমণ্ডলীর ৩টি, সম্পাদকমণ্ডলীর ৩টি, যুব ও ক্রীড়া ১টি, আন্তর্জাতিক ১টি ও, বিজ্ঞান ও প্রযুক্তি ১টি, উপ দফতর সম্পাদক ১টি।
প্রতিবেদক: ইয়াছিন রানা, সম্পাদনা: জাহিদ