
ঢাকা: আওয়ামী লীগ কোনো ধর্মে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো ধর্মে, কোনো দরশনে বিশ্বাস করে না তাদের একটাই ধর্ম দুর্নীতি আর লুটপাট।’
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
সাঁওতালদের উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাঁওতালদের রাষ্ট্রীয় বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসী দ্বারা উচ্ছেদ করা হচ্ছে।’
দেশে কোন আইন নেই এমন মন্তব্য করে ফখরুল বলেন, ‘বর্তমানে দেশে কোনো আইন নেই, বিচার নেই। এখন বিচার ব্যবস্থার এমন অবস্থা হয়েছে যে প্রধান বিচারপতিও বলেছেন বিচার বিভাগ স্বাধীন নয়।’
আগে উন্নয়ন পরে গণতন্ত্র সরকারের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র ছাড়া কোনো টেকশই উন্নয়ন হতে পারে না। গণতন্ত্র বাদ দিলে যারা শুধু আওয়ামী লীগ করে তারাই বড় লোক হবে আর যারা করে না তারা কিছুই হতে পারবে না।’
দেশের প্রবৃদ্ধির কথা উল্লেখ করে বিএনপির এ মহাসচিব বলেন, ‘দেশের প্রবৃদ্ধির হার বাড়ছে এই কথা আপনারা বলছেন, আসলে কার প্রবৃদ্ধি বাড়ছে দেশের মানুষের না আওয়ামী নেতাদের?
‘আওয়ামী লীগের নেতারা দেশের টাকা বিদেশে নিয়ে সুইস ব্যাংকে জমা করছে, বিদেশে বাড়ি তৈরি করছে’ যোগ করেন তিনি।
আওয়ামী লীগ জনগণের কাছে যায়না মন্তব্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ জানে ক্ষমতায় টিকে থাকতে চাইলে জনগণের কাছে যাওয়া যাবে না কারণ জনগণ তাদের চায় না, তারা জনগণের ভোট পাবে না। তাই জোর করেই ক্ষমতায় থাকতে চায়।’
তিনি আরো বলেন, ‘যে জায়গায় আছেন সেই জায়গা থেকে নেমে এসে জনগণের পালস বুঝন। জনগণ আপনাদের প্রতি কতটা ক্ষিপ্ত বুঝতে পারবেন।’ এসময় বিএনপির নেতাকর্মীদের মুক্তি দিয়ে গণতন্ত্রের পথে চলার জন্য সরকারকে আহ্বানও জানান তিনি।
এসময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল নারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: ইয়াসিন