
রাজশাহী: রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আল-মামুনের (৪৮) ওপর হামলা চালিয়ে তার কান কেটে নিয়েছে এক যুবক। নগরীর উত্তর নওদাপাড়ায় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
আল-মামুনের ছোট ভাই কোরবান আলী সুমন বলেন, “শুক্রবার আছরের নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে বাড়ি ফিরছিলেন আল-মামুন। এ সময় রাসেল আলী মুসল্লিদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। মামুন এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে রাসেল বাড়ি থেকে একটি কিরিচ এনে তার ওপর হামলা চালায়। কিরিচের আঘাতে মামুনের ডান কান ক্ষতিগ্রস্ত হয়। এ সময় স্থানীয়রা রাসেলকে ধরে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।”
নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “মামুনের কানের কাটা অংশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের মামলায় রাসেলকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। তবে রাসেলের দাবি, অস্ত্র নয়, দাঁত দিয়ে কামড়ে তিনি মামুনের কান কেটেছেন।”
মামুন পেশায় দলিল লেখক। সদর দলিল লেখক সমিতির যুগ্ম সম্পাদকও তিনি। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। অস্ত্রোপচারের পর তার ডান কান পুরোটাই কেটে বাদ দিতে হয়েছে।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের