ইংল্যান্ডের কুইন ইউনিভার্সিটি সঙ্গে ঢাবির সমঝোতা স্বাক্ষরিত হবে

মিশুক মনির, ঢাবি: ইংল্যান্ডের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভবনা বিবেচনায় নেয়া হয়েছে। এ বিষয়ে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীঘ্রই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা ঐকমত্য প্রকাশ করেন।
যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন’র অধ্যাপক ড. কামির মেহরান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সাক্ষাতকালে এ বিষয়গুলো আলোচনা করেন।
বুধবার উপাচার্যের কার্যালয়ে অধ্যাপক সাক্ষাৎ করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. অজয় রায় এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল উপস্থিত ছিলেন।