
ডেস্ক: ইংল্যান্ডের আসন্ন সফর নিয়ে সম্প্রতি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসেছিলেন দেশটির ক্রিকেট বোর্ডের তিন কর্মকর্তা। বাংলাদেশ সফরের সময়ে নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও দেশে ফিরে উল্টো সুর বাজাচ্ছেন ওই তিন কর্মকর্তা।
ইংল্যান্ডের জনপ্রিয় পত্রিকা টেলিগ্রাফের সঙ্গে এক সাক্ষাতকারে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা প্রধান রেগ ডিকসন বলেন, বাইরের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। যদিও স্টেডিয়াম কিংবা হোটেলের নিরাপত্তা সন্তোষজনক।
ডিকসনের এ ধরনের মন্তব্য শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে ইংলিশদের সঙ্গে আসন্ন সিরিজটি। বাংলাদেশ সফর শেষে দেশে ফিরলেও এখনো নিজেদের প্রতিবেদন ইসিবির কাছে হস্তান্তর করেনি প্রতিনিধি দলটি। আগামি সপ্তাহে তারা প্রতিবেদনটি ইসিবির কাছে জমা দেবে।
টেলিগ্রাফ ডিকসনের সঙ্গে আলাপ করে যে প্রতিবেদন প্রকাশ করেছে তার মূল কথা হচ্ছে, হোটেল কিংবা স্টেডিয়ামের নিরাপত্তা নয়, বরং বিমানবন্দর থেকে হোটেল, হোটেল থেকে মাঠ পর্যন্ত যাওয়ার নিরাপত্তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা।
শুধু টিম নিয়ে চিন্তিত নন নিরাপত্তা প্রতিনিধি দলটি। তাদের বড় চিন্তার কারণ ইংল্যান্ডের সমর্থকদের নিরাপত্তার বিষয়টিও। খেলোয়াড়রা ভালো হোটেলে থাকবেন। তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। কিন্তু ইংল্যান্ডের সমর্থকরা তুলনামূলক কম মূল্যের হোটেলে থাকতে চাইবে। সেক্ষেত্রে তাদের নিরাপত্তার সমস্যা হতে পারে।
প্রতিবেদন: কবিরুল ইসলাম, সম্পাদনা: মাহতাব শফি