
ডেস্ক- ইউরো কাপে বৃহস্পতিবারের ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। এদিন ওয়েলসকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ের ফলে গ্রুপ ‘বি’তে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে গেল ইংল্যান্ড।
এদিনের খেলায় শুরুতে এগিয়ে ছিলো ওয়েলস। ম্যাচের ৪২ মিনিটে গ্যারেথ বেলের ফ্রি-কিক থেকে গোল পায় ওয়ালেস। এতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ওয়েলস।
তবে বিরতি থেকে ফিরে সমতা এনেছে ইংল্যান্ড। অবশ্য একটু সময় লেগেছে।
ম্যাচের ৫৬ মিনিটে জেমি ভার্দির গোলে সমতা আনে ইংল্যান্ড। আর ইনজুরি টাইমে তথা ম্যাচের ৯২ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন ড্যানিয়েল স্টুরিজ।
এর আগে রাশিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিলো ইংলিশরা।
অন্যদিকে, তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ওয়েলস রয়েছে দুই নম্বরে। এর আগে স্লোভাকিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো তারা। আর রাশিয়াকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে স্লোভাকিয়া। একটি ড্র করে ও একটিতে হেরে সবার নিচে রয়েছে রাশিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই