
ডেস্ক: যুক্তরাজ্য ২৮ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আর থাকছে না। বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটে এমন রায়ই দিয়েছে যুক্তরাজ্যবাসী। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডসহ পুরো যুক্তরাজ্যেজুড়ে চলে ভোট গ্রহণ। এরপর শুরু হয় গণনা। গণনা শেষে শুক্রবার ফল ঘোষণা করা হয়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গণভোটে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (লিভ) পক্ষে ভোট পড়েছে ৫২ শতাংশ। আর ইইউতে থাকার পক্ষে পড়েছে ৪৮ শতাংশ ভোট। ফলে ৪৩ বছর একসঙ্গে পথচলার পর ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাচ্ছে যুক্তরাজ্য।
লন্ডন, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড ইইউতে থাকার পক্ষে ভোট বেশি পড়লেও ওয়েলসে বিপক্ষে ভোট পড়েছে বেশি। সাম্প্রতিক সময়ের অন্য যে কোনো নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক মানুষ গণভোটে অংশ নিয়েছেন বলে জানা যাচ্ছে। নির্বাচনের দিন আন্তর্জাতিক লেনদেনে ইউরো এবং স্টার্লিংয়ের দর এ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
এ গণভোটে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের পাশাপাশি স্পেন উপকূলের অদূরের ব্রিটিশ শাসিত ক্ষুদ্র ভূখণ্ড জিব্রাল্টারের অধিবাসীরাও তাদের রায় দিয়েছেন। যুক্তরাজ্যের ইতিহাসের তৃতীয় এই গণভোটে সব মিলিয়ে মোট ভোটার প্রায় চার কোটি ৬৫ লাখ। এই গণভোটটিকে ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল এক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসজি