
বার্লিন: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে যুক্তরাজ্যের বেশিরভাগ মানুষ ভোট দেয়ার পর সংস্থার প্রতিষ্ঠাতা দেশগুলো শনিবার বৈঠকে বসছে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমিয়ার ইইউর প্রতিষ্ঠাতা দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে আলোচনার জন্য এ বৈঠকের আয়োজন করছেন।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্সের জ্যাঁ-মার্ক আরাউল, নেদারল্যান্ডের বার্ট কোয়েনডার্স, ইতালির পাওলো জেনটিলোনি, বেলজিয়ামের দিদিয়ের রেইনডার্স ও লুক্সেমবার্গের জ্যাঁ অ্যাসেলবর্ন ‘ইউরোপে চলমান রাজনৈতিক বিষয়’ নিয়ে বার্লিনে বৈঠক করবেন।
উল্লেখ্য, যুক্তরাজ্য ইইউয়ে থাকবে, না ছেড়ে যাবে সে প্রশ্ন সামনে রেখে বৃহস্পতিবার গণভোট অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় (বিএসটি) ভোট শেষ হওয়ার পর মনে করা হচ্ছিল, ভোটের রায় ব্রিটেনের ইউরোপে থেকে যাওয়া পক্ষের দিকেই যাবে। কিন্তু ফল আসতে শুরু করলে দৃশ্যপটে পরিবর্তন আসে।
বৃহস্পতিবারের ভোটে ভোটারদের সামনে প্রশ্ন রাখা হয়: যুক্তরাজ্যের কি ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকা উচিৎ, না কি ছেড়ে যাওয়া উচিৎ?
সেই প্রশ্নের উত্তর গণভোটের ফলাফল থেকেই পাওয়া গেল। তার মানে অধিকাংশই চিন্তা করে যে, ইইউয়ের সদস্য হিসেবে ব্রিটেনের থাকা উচিত নয়। আর একারণেই ইইউ ছাড়তে হলো ব্রিটেনকে।সূত্র: ইন্টারনেট
নিউজনেক্সটবিডি ডটকম/জাই