
ডেস্ক: ইউরো ২০১৬ তে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। রোববার রাতে প্রথমার্ধে স্কোড্রান মুস্তাফির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে জয় নিশ্চিত করেন বাস্টিয়ান শোয়াইনস্টাইগার।
১৯ মিনিটের মাথায় মুস্তাফির গোলে এগিয়ে যায় জার্মানি।
ফ্রান্সের লিলে ম্যাচের শুরুতেই বিশ্ব চ্যাম্পিয়নদের বুকে আঘাত হানতে বসেছিল ইউক্রেন। চতুর্থ মিনিটে ডি বক্সের বাইরে বল পেয়ে আচমকা বিদ্যুৎ গতির শট নেন উইঙ্গার ইয়েভেন কোনোপ্লিয়াঙ্কা, তবে গোলরক্ষক মানুয়েল নয়ারের দেয়াল তা অতিক্রম করতে পারে নি। ১৯ মিনিটের মাথায় মুস্তাফির গোলে এগিয়ে যায় জার্মানি। রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুসের ফ্রি-কিকে উড়ে আসা বল চমৎকার হেডে জালে জড়ায় এই উইঙ্গার।
নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের শুরুতে গোটসের বদলি হিসেবে নামেন শোয়াইনস্টাইগার। দ্বিতীয় মিনিটেই জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করেন তিনি। ওজিলের দারুণ ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে প্রথম শটেই গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস