
ডেস্ক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম:
পরিচালক [রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন], পরিচালক [পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট], পরিচালক বা চিফ রিসার্চ অফিসার [স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড রাইট টু ইনফরমেশন], যুগ্ম সচিব [প্রশাসন], অতিরিক্ত পরিচালক [পরিকল্পনা ও উন্নয়ন], অতিরিক্ত পরিচালক [বেসরকারি বিশ্ববিদ্যালয়], অতিরিক্ত পরিচালক বা ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার [ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং], উপসচিব [পাবলিক রিলেশনস], উপসচিব [প্রকিউরমেন্ট], সিনিয়র সহকারী পরিচালক, প্রোগ্রামার বা সিস্টেম ইঞ্জিনিয়ার, মেডিকেল অফিসার, সহকারী সচিব বা সহকারী পরিচালক, সিকিউরিটি অফিসার, উপসহকারী প্রকৌশলী [অটোমোবাইল], অ্যাকাউন্ট্যান্ট, জনসংযোগ সহকারী কাম ফটোগ্রাফার, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, কার্যসহকারী, ফটোকপি মেশিন টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মুয়াজ্জিন কাম খাদেম এবং অফিস সহায়ক।
শিক্ষাগত যোগ্যতা:
বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে পরিচালক [রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন] পদে আবেদনকারীদের মধ্যে পিএইচডি ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া থাকতে হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। তাছড়া কার্যসহকারী পদের জন্য লাগবে এইচএসসি পাসের সার্টিফিকেট। ফটোকপি মেশিন টেকনিশিয়ান ও অফিস সহায়ক পদের জন্য এসএসসি পাস এবং ইলেকট্রিশিয়ান ও প্লাম্বার পদের জন্য অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। এ ছাড়া মুয়াজ্জিন কাম খাদেম পদে আবেদনের জন্য থাকতে হবে দাখিল ও সমমানের সার্টিফিকেট।
যেভাবে আবেদন:
আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ফরম পূরণ করে ‘সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’-এর অনুকূলে প্রথম সাতটি পদের জন্য ১০০০ এবং পরবর্তী ৮-১২ নম্বর পদের জন্য ৮০০ টাকা, ১৩-১৫ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ১৬-২০ নম্বর পদের জন্য ৫০০ টাকা এবং শেষ চারটি পদের জন্য ৪০০ টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
৮ সেপ্টেম্বর, ২০১৬ সালের মধ্যে পৌঁছাতে হবে আবেদনপত্র। আবেদনপত্র পাঠানোর ঠিকানা_ ‘সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, ঢাকা-১২০৮।’ আবেদনপত্র পাঠাতে হবে ডাকযোগে অথবা সরাসরি।
বিস্তারিত জানতে:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে www.ugc.gov.bd পাওয়া যাবে বিস্তারিত তথ্য।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই