ইউটিউবে সাইমন-অহনার ‘চোখের দেখা’

ঢাকাঃ ইউটিউবে প্রকাশ হলো সাইমন-অহনা জুটির প্রথম ছবি ‘চোখের দেখা’। শুক্রবার ছবিটির ট্রেলার ইউটিউবে মুক্তি পেয়েছে।
পি এ কাজল পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে ১৪ অক্টোবর। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন পি এ কাজল। প্রযোজনা করেছেন কুশলী মাল্টিমিডিয়া।
এ প্রসঙ্গে চিত্রনায়ক সাইমন বলেন, `চলচ্চিত্রটির গল্পে দর্শক ব্যতিক্রম কিছু পাবেন। অন্যান্য চলচ্চিত্রের চেয়ে এতে আরো বেশি সচেতন হয়ে অভিনয় করেছি। কারণ এতে আমাকে একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে।`
‘চোখের দেখা’ ছবিতে সাইমন ও অহনা ছাড়াও আরো অভিনয় করছেন অভিনেতা শতাব্দী ওয়াদুদও শামস সুমন।
প্রতিবেদনঃ আসিফ আলম, সম্পাদনা: প্রীতম সাহা সুদীপ