ইউপি নির্বাচনে বিচ্ছিন্ন কিছু সহিংসতা হয়েছে: সংসদে আইনমন্ত্রী

ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম থেকে ষষ্ঠ পর্যায়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে অসহিষ্ণুতা ও একই দলে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটানা ঘটেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ৪ হাজার ১০৪টি ইউনিয়নে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে টেবিলে উত্থাপিত স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এবারের নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী। সঠিক পদক্ষেপের কারণেই এ নির্বাচনে নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠী নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে বলেও জানান আনিসুল হক।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই