
ডেস্ক: ইউরো ২০১৬-তে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করেছে পোল্যান্ড। ৫১ মিনিটে আর্কাডিওস মিলিকের গোলে নূন্যতম ব্যবধানে ম্যাচটিকে নিজেদের করে নেয় পোলিশরা।
এ গোল দিয়েই রেকর্ড বইয়ের পাতায় নিজের নামটি তোলেন মিলিক।
রোববার রাতে ফ্রান্সের নিসে জাকুব ব্লাসেসকোস্কির বাড়ানো বল মাটি কামড়ানো শটে নর্দার্ন আয়ারল্যান্ড গোলরক্ষককে পরাস্ত করেন ২২ বছর বয়সী মিলিক। এ গোল দিয়েই রেকর্ড বইয়ের পাতায় নিজের নামটি তোলেন মিলিক। ২২ বছর ১০৪ দিন বয়সে লক্ষ্যভেদ করে ইউরো চ্যাম্পিয়নশিপে পোল্যান্ডের সবচেয়ে কম বয়সী গোলদাতা এখন তিনি।
ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার ভালো একটি সুযোগ অধিনায়ক স্টিভেন ডেভিসের ভুলে নষ্ট হয় প্রথমবারের মতো ইউরোয় আসা নর্দার্ন আয়ারল্যান্ডের। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এই হারে বাছাইপর্বে গ্রুপ সেরা হওয়া নর্দার্ন আয়ারল্যান্ডের টানা ১২ ম্যাচ অজেয় যাত্রার ইতি ঘটল।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস