
ডেস্ক: ইউরো-২০১৬ এর প্রথম ম্যাচেই জয় পেয়েছে স্বাগতিক ফ্রান্স। ইউরোপের ফুটবলের সর্বোচ্চ এই আসরে শুক্রবার দিবাগত রাতে রোমানিয়াকে ২-১ গোলে হারিয়েছে দলটি।
প্যারিসের স্তাদে ডি ফ্রান্স স্টেডিয়ামে এদিন শুরু থেকে আক্রমণাত্মক খেলা উপহার দেয় ফ্রান্স। আক্রমণ পাল্টা আক্রমণের প্রথমার্ধে যদিও গোলবঞ্চিত থাকে দুই দলই। তবে দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরিয়ে দেন ফ্রেন্স প্লে-মেকার অলিভার জিরুদ। দিমিত্রি পায়েতের কর্ণার থেকে খেলার ৫৭ মিনিটে হেডে দারুণ একটি গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
‘ফলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল শোধ করেন বোগদান স্টানকু’
তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি রোমানিয়া। ম্যাচের ৬৪ মিনিটে ডি-বক্সের ভেতরে প্রতিপক্ষের খেলোয়াড় স্টানকুইকে অবৈধভাবে ফাউল করেন প্যাট্রিক এভার। ফলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল শোধ করেন বোগদান স্টানকু।
ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে আবারও এগিয়ে যায় ফ্রান্স। এবার নিজেই গোল করেন আগের গোলটির সাহায্যকারী দিমিত্রি পায়েত। কান্তের পাস থেকে ম্যাচের ৮৯ মিনিটে গোলটি করেন তিনি। ফলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন দিদিয়ের দেশমের শিষ্যরা।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস