ইউরো-২০১৬ নক আউট পর্বের সূচি

ফ্রান্সে ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা ১৬ দলের নকআউট পর্বের সূচি
দ্বিতীয় (নকআউট) পর্ব:
২৫ জুন সন্ধ্যা ৭টা সুইজারল্যান্ড-পোল্যান্ড সাঁতে ইচেনা ২৫ জুন রাত ১০টা ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড প্যারিস ২৫ জুন রাত ১টা ক্রোয়েশিয়া-পর্তুগাল লঁস ২৬ জুন সন্ধ্যা ৭টা ফ্রান্স-রিপাবলিক অব আয়ারল্যান্ড লিওঁ ২৬ জুন রাত ১০টা জার্মানি-স্লোভাকিয়া লিল ২৬ জুন রাত ১টা হাঙ্গেরি- বেলজিয়াম তুলুজ ২৭ জুন রাত ১০টা ইতালি-স্পেন সাঁ-দেনি ২৭ জুন রাত ১টা ইংল্যান্ড-আইসল্যান্ড নিস
কোয়ার্টার-ফাইনাল:
৩০ জুন রাত ১টা সাঁতে ইচেনায় বিজয়ী – লঁসে বিজয়ী মার্সেই ১ জুলাই রাত ১টা প্যারিসে বিজয়ী – তুলুজে বিজয়ী লিল ২ জুলাই রাত ১টা লিলে বিজয়ী – সাঁ-দেনিতে বিজয়ী বোর্দো ৩ জুলাই রাত ১টা লিওতে বিজয়ী – নিসে বিজয়ী সাঁ-দেনি
সেমি-ফাইনাল:
৬ জুলাই রাত ১টা মার্সেইয়ে বিজয়ী – লিলে বিজয়ী লিওঁ ৭ জুলাই রাত ১টা বোর্দোতে বিজয়ী – সাঁ-দেনিতে বিজয়ী মার্সেই
ফাইনাল:
১০ জুলাই রাত ১টা ফাইনাল সাঁ-দেনি
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস