
ঢাকা: বর্তমান সময়ের তরুণ নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েলের প্রথম চলচ্চিত্র ‘মুখোশ মানুষ’ সেন্সরের ছাড়পত্র পেয়েছে। একইসাথে নির্ধারিত হয়েছে ছবিটির মুক্তির তারিখ। আর তাই সাইবার ক্রাইম নিয়ে তৈরি এ চলচ্চিত্রের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ছবিটির পুরো টিম। তারই অংশ হিসাবে বৃহস্পতিবার ধানমন্ডির বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাব ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সাইবার ক্রাইম নিয়ে সচেতনা গড়তেই তাদের এই প্রচারণা। এ ব্যাপারে নির্মাতা জুয়েল বলেন, ‘সমাজেরই বিভিন্ন ঘটনা থেকে তৈরি হয়েছে এই ছবির গল্প। সমাজে এমন ঘটনা হরহামেশাই ঘটে থাকে। আমি চেয়েছি, ঘটনাগুলোকে সিনেমার পর্দায় তুলে আনতে। শুধু সিনেমা বানানোর জন্যই মুখোশ মানুষের জন্ম নয়। সিনেমাটির মধ্য দিয়ে সচেতন করতে চাই তরুণ সমাজকে।’
পরিচালক আরো বলেন, ‘আমরা এটিকে প্রথমে একটি টেলিছবি নির্মাণ করেছিলাম। সেটির ট্রেইলার ইউটিউবে প্রকাশ করার পর সোশ্যাল মিডিয়া থেকে অনেক সাড়া পাই। তখন আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ ছবি নির্মাণের বিষয়ে বললে আমরা কাজ শুরু করি। পুরো টিমটাই অনেক ইয়ং। নতুন চিন্তার প্রতিফলন পাবেন এই ছবিতে।’ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘মুখোশ মানুষ’ সিনেমার পরিচালক ও কলাকুশলীরা।
‘মুখোশ মানুষ’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নওশীন, হিল্লোল ও কল্যাণ কোরাইয়া। এ ছাড়া বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন বড়দা মিঠু, মিমো, প্রসূন আজাদ ও রাইজা রশিদ। ছবিটিতে আবাহ সংগীত করেছেন প্রত্যয় খান।
প্রতিবেদক: আসিফ আলম, সম্পাদনা: ইয়াসিন