ইউল্যাব ইয়েস’র অনেস্টি শপ

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) উদযাপন করছে ক্লাব ডে। এই উদযাপনকে কেন্দ্র করে ইউল্যাব ইয়েস ক্লাব বসিয়েছে অনেস্টি শপ।
শিক্ষার্থীদের সৎ পথের দিকে পরিচালিত হওয়ার শিক্ষা দেয়াই এর উদ্দেশ্য।
ইয়েস ক্লাব মেম্বার সাইদুর জানান, আমরা এখানে যে সামগ্রী গুলো রেখেছি সেগুলো বিক্রির জন্য কোনো কর্মী নেই। ক্রাতারা আসবেন পণ্য নেবেন এবং নির্ধারিত স্থানে মূল্য রেখে দেবেন। সততা শিক্ষা দেয়াই ইয়েস ক্লাবের এই স্টলের উদ্দেশ্য।
ক্লাব ডে উপলক্ষে সারা দিনই ইউল্যাব এ নানা আয়োজন রয়েছে। শিক্ষার্থীদের পদ চারণায় মুখোর ইউল্যাব ক্যাম্পাস।
প্রতিবেদন: ময়ূখ ইসলাম, সম্পাদনা: সজিব ঘোষ