ইচ্ছে গানের দুপুরে ‘অহেতুক’ (ভিডিও)

ডেস্ক: ১০ জুন মাছরাঙ্গা টিভির জনপ্রিয় লাইভ সঙ্গীত অনুষ্ঠান ‘ইচ্ছে গানের দুপুর’এ আসছে ব্যান্ডদল অহেতুক। ব্যান্ড গড়ার অল্প দিনের মধ্যে নিজেদের সেলফ সাইটেলে ‘অহেতুক’ নামে অ্যালবাম রিজিল করে আলোচনায় আসেন রাজিব হোসেন । ইতিমধ্যে শ্রোতাদের কাছে সমুদ্র যাত্রা, আমি বেশ ভালোই আছি, অপেক্ষায় থেকোনা, দক্ষিণের জানালা, গানগুলো জনপ্রিয়তা পায়।
রাজিব হোসেন জানায়, আমাদের প্রথম অ্যালবামে যত সাড়া পেয়েছি তার দায় থেকেই পরের অ্যালবামের কাজ শুরু করেছি, চেষ্টা করছি অটো টিউনারের যুগে মানুষকে স্বক্রিয় কিছু দিতে। এ চেষ্টা আমি ও অহেতুক অব্যহত রাখবো।
আর যারা অহেতুক শুনতে চান চোখ রাখতে পারেন ১০ জুন দুপুরে মাছরাঙ্গা টিভির পর্দায়।
অহেতুকের লাইনআপে লিড গিটার ও ভোকাল রাজিব হোসেন, বেস গিটার নবীন শাহারিয়ার আর ড্রামসে আছেন মেহেদি হাসান।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসআই