
কবিরুল ইসলাম, ঢাকা: ইচ্ছাশক্তিই যথেষ্ট। সঙ্গে পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে লক্ষ্যে পৌঁছানো তখন সময়ের ব্যাপার মাত্র। সদিচ্ছা না থাকলে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করেও সাফল্য পাওয়া যায় না। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিকে দৃষ্টি দিলে বিষয়টি পানির মতো পরিস্কার হওয়ার কথা। ২০১৫-১৬ মৌসুমে কোটি কোটি টাকা খরচ করে এবং এক ঝাঁক জাতীয় তারকাদের দলে ভিড়িয়েও সাফল্যহীন শেখ রাসেল ক্রীড়া চক্র। লিগের দশম রাউন্ড শেষে জয় মাত্র এক ম্যাচে। ১২ দলের লিগে শেখ রাসেলের অবস্থান ১১ নম্বরে।
অথচ সাধারণমানের এক দল নিয়েও দশম রাউন্ড শেষে শীর্ষে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দলের কোচ কামাল বাবু। যার হাইপ্রোফাইল কোনো ডিগ্রি নেই। দলের খেলোয়াড়ও একেবারে আনকোড়া-নতুন। এমন এক দলকেই এখন পর্যন্ত লিগ টেবিলের শীর্ষস্থানে তুলে এনেছেন কামাল বাবু। যার কাছে লেস্টার সিটিই প্রেরণা।
ইংলিশ প্রিমিয়ার লিগের শত বছরের ইতিহাসে কি ঘটনার জন্ম দিয়েছে লেস্টার- অন্তত আন্তর্জাতিক ফুটবলে যারা চোখ রাখেন তাদের কাছে নতুন করে তথ্য জানানোর কিছু নেই। রহমতগঞ্জ কোচ কামাল বাবুর কারণেই মূলত লেস্টারের প্রসঙ্গ তুলে আনা। গত মৌসুমে চেলসি, আর্সেনাল, ম্যানসিটি, ম্যানইউ কিংবা লিভারপুলের মতো বড় বড় দলকে পেছনে ফেলে ইংলিশ লিগে চ্যাম্পিয়ন হয়েছিল লেস্টার। এবার রহমতগঞ্জকে লেস্টারের মতোই সাফল্য এনে দিতে চান কামাল বাবু।
লিগের এখনো অনেক পথ বাকি। মাত্র দশম রাউন্ড শেষ হয়েছে। শিগগিরই দ্বিতীয় লেগের দলবদল শুরু হবে। হয় তো তখন অনেক দলেই নতুন খেলোয়াড় আসবে। লিগ টেবিলের ফলাফলেও তখন এর প্রভাব দেখা যাবে। কিন্তু সেটা ভবিষ্যতে কথা। বর্তমানে রহমতগঞ্জ এক নম্বরে আছে এটা ভুলে গেলে চলবে কেন?
লিগে এখনো হারের মুখ দেখেনি দিদার, তূর্যরা। ১০ ম্যাচে ৬ জয়ের বিপরীতে ড্র ৪ ম্যাচে। পয়েন্ট ২২। ইতিমধ্যে ২০ গোল প্রতিপক্ষের জালে পুরেছে রহমতগঞ্জ। বিপরীতে হজম করেছে ১১টি। রহমতগঞ্জের পরই ২১ পয়েন্ট নিযে দ্বিতীয়স্থানে চট্টগ্রাম আবাহনী। অথচ এই দুই দল গতবার পয়েন্ট টেবিলের নিচের দিকে ছিল।
দশম রাউন্ড শেষে এরপর যথাক্রমে আবাহনী লিমিটেড (২০ পয়েন্ট), শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১৯ পয়েন্ট), মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (১৫ পয়েন্ট), আরামবাগ ক্রীড়া সংঘ (১৪ পয়েন্ট), ব্রাদার্স ইউনিয়ন (১১ পয়েন্ট), টিম বিজেএমসি (১০ পয়েন্ট), ফেনী সকার ক্লাব (৯ পয়েন্ট), মোহামেডান স্পোর্টিং ক্লাব (৯ পয়েন্ট), শেখ রাসেল (৫ পয়েন্ট) এবং উত্তর বারিধারা ক্লাব (৩ পয়েন্ট)।
আজ থেকে বিপিএলে একাদশ রাউন্ড শুরু হবে। দিনের প্রথম ম্যাচে মোহামেডান লড়বে বারিধারার বিপক্ষে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটায় ম্যাচটি শুরু হবে। এরপর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে শেখ জামাল ও শেখ রাসেল।
১০ ম্যাচে মাত্র এক জয় মোহামেডানের। আজ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিপক্ষে লড়বে সজিব, কৃষ্ণ, সবুজরা। বারিধারার বিপক্ষে জয়ের প্রত্যাশাই মোহামেডানের এমন কথাই জানান মোহামেডানের ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। জয়খরায় ভুগছে শেখ রাসেলও। মোহামেডানের মতো তাদেরও জয় একটি। আজ কঠিন প্রতিপক্ষ শেখ জামালকে মোকাবিলা করবে। মিশু, জামাল ভূঁইয়া, রাজু, রনিরা কি পারবে জয়মাল্য পরে মাঠ ছাড়তে?
সম্পাদনা: তুহিন সাইফুল