ইতালিতে ভূমিকম্প, নিহত ৩৮

রোম: সেন্ট্রাল ইতালিতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিভিল প্রটেকশন ডিপার্টমেন্ট। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত ১৫০ জন নিখোঁজ রয়েছেন। বুধবার রাজধানী রোমের ৬৫ মাইল উত্তর-পূর্ব দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।
সিভিল প্রটেকশন ডিপার্টমেন্টের মুখপাত্র ইম্মাকোলাতা পোস্টিগ্লিওন জানান, দেশটির পার্বত্য অঞ্চলের শহর এবং গ্রামে ভূমিকম্পটি আঘাত হানে, ফলে উদ্ধার তৎপরতা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ছে।
সাংবাদিকদের তিনি জানান, রিয়েতি প্রদেশের আমাত্রিস এবং আকুমোলি এলাকায় ২৭ জন নিহত হন। কাছের আরকুয়াতা এলাকায় আরো ১০ জনের প্রাণহানি ঘটে। অবশ্য সংবাদ সম্মেলন শেষে তিনি বিস্তারিত কিছু উল্লেখ না করে মৃতের সংখ্যা ৩৮ বলে জানান। সূত্র: এনডিটিভি
প্রতিবেদন: ফারহানা করিম, সম্পাদনা: সজিব ঘোষ