
রোম: ইতালিতে ৬.২ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে বিভিন্ন অঞ্চলে অন্তত ৬জন নিহত হয়েছেন। এতে আরো অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকে আছেন বলে জানিয়েছেন দেশটির কর্মর্তারা।
ইতালির সিভিল প্রটেকশন সংস্থা ভূমিকম্পটিকে ভয়াবহ বলে অভিহিত করেছে। প্রথমে ৬.৪ মাত্রার ভূমিকম্প বলা হলেও পরে এর মাত্রা ঠিক করা হয় ৬.২।
স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, ‘এটা ছিল খুবই শক্তিশালী ভূমিকম্প। মনে হচ্ছিল আমাদেরকে উপরে নিয়ে খাটটি রুমজুড়ে হাঁটছে।
স্থানীয় সময় ৩টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে দক্ষিণ-পূর্বাঞ্চলের পেরুজিয়া শহর থেকে ৪৭ মাইল দূরের একটি স্থানে। মাটির ১০ কিলোমিটার নিচে এর উৎপত্তিস্থল ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
কয়েকটি শহরে একসাথে আঘাত হানে ভূমিকম্পটি। এর মধ্যে আমাত্রিস শহরের মেয়র সার্জিও পেরোজ্জি জানিয়েছেন ভূমিকম্পে তার শহরের অর্ধেক নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়া রোমে ২০ সেকেন্ড স্থায়ী ছিল কম্পন।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও আহতদের প্রাথমিক সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইতালির কর্মকর্তারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি। সব স্থান থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে সেটা নির্ধারণ করা যাবে।
২০০৯ সালে ইতালিতে ৬.৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ৩শ জন প্রাণ হারিয়েছিলেন। সূত্র: বিবিসি।
প্রতিবেদন ও সম্পাদনা: সাইফুল ইসলাম