
ডেস্ক: ফেভারিটের তকমা লাগিয়েই ইউরো ২০১৬ তে খেলতে এসেছিল বেলজিয়াম। তবে ইউরোপের আরেক জায়ান্ট ইতালির কাছে এসে নাস্তানাবুদই হতে হয়েছে দলটিকে। সোমবার রাতে ফ্রান্সের লিঁওতে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
‘প্রথমার্ধের খেলার পুরোটা জুড়েই ইতালির রক্ষণে ত্রাস সঞ্চার করে খেলে বেলজিয়াম’
প্রথমার্ধের খেলার পুরোটা জুড়েই ইতালির রক্ষণে ত্রাস সঞ্চার করে খেলে বেলজিয়াম। এ সময়ে ১১ মিনিটে বেলজিয়ান রাডিয়া নাইনগোলানের আচমকা জোরালো শট বাঁ-দিকে ঝাঁপিয়ে ঠেকান ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তারপর ২৮তম মিনিটে বেলজিয়ামের ডি বক্সে গিয়াচ্চেরিনি ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন করে ইতালি। রেফারি তাতে সাড়া না দিলেও গোল পেতে আর অপেক্ষা করতে হয় নি তাদের। ৫ মিনিট পর ফরোয়ার্ড গিয়াচ্চেরিনির দারুণ এক গোলে এগিয়ে যায় ইতালি।
দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি পায় বেলজিয়াম। দারুণ এক প্রতি-আক্রমণে বল পায়ে বিনা বাধায় ডি বক্সে ঢুকে পড়েছিলেন রোমেলু লুকাকু, কিন্তু তার বাঁকানো শটটি বুফনকে পরাস্ত করলেও ডান পোস্ট ঘেষে বাইরে চলে যায়। চার মিনিট বাদে ব্যবধান বাড়ানোর সুযোগ পান পেল্লে, কিন্তু তার হেড দারুণ নৈপুণ্যে প্রতিহত করেন বেলজিয়ান গোলরক্ষক থিবো করতোয়া।
যোগ করা সময়ে দারুণ এক গোলে বেলজিয়ামের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গ্রাজিয়ানো পেল্লে। আন্তোনিও কান্দ্রেভার ক্রসে ১০ গজ দূর থেকে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান সাউথ্যাম্পটনের ফরোয়ার্ড পেল্লে।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস