
ডেস্ক: ইতালির মধ্যাঞ্চলে দুই ঘণ্টার ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৫.৪ ও ৬ মাত্রার দুটি ভূমিকম্পই পেরুজিয়া শহরের পূর্বাঞ্চলে হয়। ভূমিকম্পে হতাহত সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
গত অাগস্টে ওই এলাকার কাছেই এক ভূমিকম্পে প্রায় ৩০০ জন মারা গিয়েছিল।
ভূমিকম্পের ফলে উপদ্রুত এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বেশ কিছু ভবন ধসে পড়েছে। স্থানীয় কয়েকজন মেয়র বলছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলে বেশকিছু গ্রামে বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে অন্ধকার এবং ভারী বর্ষণের কারণে পুরো অবস্থা এখনো বোঝা যাচ্ছে না। কেন্দ্রস্থল থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে রাজধানী রোমেও ভূমিকম্প টের পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ইতালীয় একটি টিভিতে দেয়া সাক্ষাৎকারে বলেন, তার চোখের সামনে তিনি একটি ভবন আংশিক ধসে পড়তে দেখেছেন।
কামেরিনো শহরের একজন বাসিন্দারা জানান, শহরটির অনেকেই পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে সেখান থেকে সরে যাচ্ছেন। শহরের দুটি গির্জা ধ্বংস হয়ে গেছে।
সূত্র-বিবিসি, গ্রন্থনা- ময়ূখ, সম্পাদনা- মাহতাব