
ডেস্ক: পাকিস্তানি বংশোদ্ভূত আফতাব ফারুক ইতালির অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক। ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বহিস্কার করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
ইতালি কর্তৃপক্ষ দাবি করে, তিনি ইতালিতে হামলার ষড়যন্ত্র করেছিলেন। ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আফতাব সিরিয়ায় গিয়ে জঙ্গি দলের সঙ্গে যোগ দেয়ার পরিকল্পনা করছিলেন। এক ফোন আলাপে আফতাবকে একে-৪৭ কিংবা বোমা দিয়ে মিলানে অথবা উত্তর ইতালির বারগামো শহরে আক্রমণের পরিকল্পনা করতে শোনা যায়। পরে ওই ফোনে কথোপকথনের সূত্র ধরে পাকিস্তানি বংশোদ্ভূত আফতাব ফারুককে গ্রেফতার করেছিল ইতালি পুলিশ।
এদিকে মিলানো ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট ফাবিও মারাবিনিও বলেন, ‘আমরা এই খবরে শুনে স্তম্ভিত। আমরা ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। পাকিস্তানে পাঠিয়ে দেয়ার আগে তার সাথে কথা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি