Tuesday, January 3rd, 2017
ইতিহাস গড়তে চান ছোটন
January 3rd, 2017 at 8:42 pm
ইতিহাস গড়তে চান ছোটন

কবিরুল ইসলাম, ভারত (শিলিগুড়ি) থেকে:

২০০৯ সালে বাংলাদেশ মহিলা ফুটবল দলের দায়িত্ব তুলে দেয়া হয়েছিল কোচ গোলাম রব্বানী ছোটনের কাঁধে। মহিলা ফুটবলারদের দায়িত্ব নেয়ার পর তার হাত ধরেই যতো সফলতা পেয়েছে লাল-সবুজরা। নেপালে রিজিওনাল চ্যাম্পিনশীপে টানা দুই বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের কিশোরীরা। সর্বশেষ চলতি বছর ঘরের মাটিতে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করে বাংলাদেশের মেয়েরা।

এতো সফলতা এনে দেয়ার পরও কোচ হিসেবে তার মনে কিছুটা আক্ষেপ রয়ে গেছে। জাতীয় দলকে সফলতা এনে দিতে না পারার কষ্ট তাকে পোড়াচ্ছে প্রতিনিয়ত। এবার সেই কষ্ট নিবারনের মোক্ষম একটা সুযোগ এসেছে ছোটনের সামনে। আগামিকাল সাফ মহিলা ফুটবলের ফাইনালে ভারতকে হারাতে পারলেই কোচিং ক্যারিয়ারের শতভাগ পূর্ণতা পাবে তার। একই সাথে ইতিহাসে নতুন অধ্যায় রচিত হবে বাংলাদেশ মহিলা দলের। সেই ইতিহাসে নিজের নাম লেখাতে চান গোলাম রব্বানী ছোটন।

দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ এ লড়াইয়ের গত তিনটি আসরের দু’টিতে সেমি ফাইনাল খেলেছিল বাংলাদেশ। দু’বারই বিদায় নিতে হয়েছিল শেষ চার থেকে। আর চলতি আসরে অপরাজিত থেকে ফাইনালের মহারনে প্রথমবারের মতো পা রেখেছে সাবিনা-কৃষ্ণারা। আগামিকাল বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

ফাইনালের এ মহারনে যদি ভারতের বিপক্ষে জয় পেয়ে যায়, তাহলে বাংলাদেশের মহিলা ফুটবল নতুন ইতিহাস রচনা করবে। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা দল হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। আর ছোটনের ব্যাক্তিগত সাফল্যের ডানায় যুক্ত হবে আরো একটি পালক। আর এমন স্বপ্ন পূরণের শেষ সিঁড়িতে এসে খালি হাতে ফিরতে চান না তিনি।

নিউজনেক্সটবিডি ডটকম’কে তিনি বলেন, ‘আমরা ভারতের বিরুদ্ধে জয়ের জন্যই খেলবো। স্বাগতিকরা অনেক শক্তিশালী দল। তবে ফাইনালে যেহেতু জায়গা করে নিয়েছি, তাই পরিধিটাও এখন অনেক বড়। আমরা ইতিহাস রচনা করতে প্রস্তুত। নিজেদের ফুটবলটাকে আরো একধাঁপ উপরে নিয়ে যেতে আগামিকাল প্রাণপনে লড়াই করবে আমার মেয়েরা।’

খেলোয়াড়ি জীবনে খেলেছেন রক্ষণভাগে। যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এসে তার শিষ্যরা এতো বড় সফলতা অর্জন করেছে, সেই একই ভেন্যুতে খেলে গেছেন ছোটন নিজেও। সেবার শিলিগুঁড়ির স্থানীয় একটি দলের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তাই এ ভেন্যুতেই বাংলাদেশ মহিলা দল নতুন ইতিহাস রচনা করবে বলেই বিশ্বাষ করেন ছোটন, ‘আমি এ ভেন্যুতে খেলেছি এবং সফলতা পেয়েছি। এখন কোচ হিসেবে আবারো প্রিয় সেই ভেন্যুতে চূড়ান্ত সফলতার দ্বারপ্রান্তে আছি। আমার বিশ্বাষ মেয়েরা আগামিকাল ইতিহাস রচনা করবে। আর সে ইতিহাসে থাকবে আমার নামটাও।’

সম্পাদনা: ইয়াসিন


সর্বশেষ

আরও খবর

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন মঞ্জুর

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন মঞ্জুর


একদিনেই সড়কে ঝড়ল ১৯ প্রাণ

একদিনেই সড়কে ঝড়ল ১৯ প্রাণ


শাহবাগে মশাল মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৩

শাহবাগে মশাল মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৩


করোনায় ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, নতুন শনাক্ত ৩২৭

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, নতুন শনাক্ত ৩২৭


নামাজ পড়ানোর সময় সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু

নামাজ পড়ানোর সময় সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু


ভাষার বৈচিত্র্য ধরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ভাষার বৈচিত্র্য ধরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর


করোনায় আরও জনের ১৫ মৃত্যু, শনাক্ত ৩৯১

করোনায় আরও জনের ১৫ মৃত্যু, শনাক্ত ৩৯১


৩ কোটি ২০ লাখ রুপিতে কেকেআরে সাকিব

৩ কোটি ২০ লাখ রুপিতে কেকেআরে সাকিব


খাদ্যে ভেজাল রোধে কঠোর আইন প্রয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর

খাদ্যে ভেজাল রোধে কঠোর আইন প্রয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর


করোনায় আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৬

করোনায় আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৬