
মিশুক মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলা ও বাঙালির ইতিহাস চর্চায় সচেতনতার ‘অভাব’ রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন, ‘স্কুল-কলেজে শিক্ষার্থীদের ইতিহাস পাঠে শিক্ষকদের আন্তরিকতার অভাব যেমন রয়েছে, তেমনি রয়েছে ধ্যান ধারণাগত সমস্যা। পুঁথিগতবিদ্যায় সীমাবদ্ধ থাকলে শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানতে পারবে না।’
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ( টিএসসি) বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর ‘৪৫ বছরে বাংলাদেশ’ শীর্ষক প্রথম ত্রি-বার্ষিক সম্মেলন- এ
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘ইতিহাস পড়ার বা চর্চার গুরুত্ব অনস্বীকার্য। কিন্তু পূর্বে আমাদের দেশে সঠিক ইতিহাস চর্চার থেকে ইতিহাস বিকৃতি বা বিকৃত ইতিহাস চর্চাই হয়েছে বেশি।
‘স্বাধীনতা সংগ্রামের পরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যে সংবিধান রচিত হয়েছিল সেখানে আমাদের অসাম্প্রদায়িক চেতনা, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের
চেতনা, সামাজিক ন্যায়বিচার, ধর্মনিরপেক্ষতাসহ বাঙালির সামগ্রিক বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতাকে হত্যার পর এদেশের সংবিধানকে ধ্বংস করা হয়, অত্যন্ত সুচতুরভাবে সংবিধানে পাকিস্তানি ভাবধারা সংযোজন করা হয়। এভাবেই শুরু হয় বিকৃত ইতিহাস চর্চা’ বলেন তিনি।
সংস্কৃতিমন্ত্রীর অভিযোগ, ‘ইতিহাসের বিকৃতি চর্চার মাধ্যমে স্বাধীনতাবিরোধী অপশক্তিটি দেশবাসীকে বিভ্রান্ত করে দেশকে অনেক পিছিয়ে নিয়ে গেছে। চতুরতার মাধ্যমে এদেশের মানুষকে বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে ও চর্চা করতে দেয়নি ঐ কুচক্রীমহল। ফলে দেশে ধীরে ধীরে মৌলবাদ ও জঙ্গিবাদের বিস্তার ঘটেছে।’
বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক ডক্টর মুনতাসীর মামুন এ সম্মেলনের সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন এ সম্মেলনের সাধারণ সম্পাদক অধ্যাপক মেসবাহ কামাল।
স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পাঠ ইস্যুতে কাজ করতে গিয়ে বাংলাদেশ ইতিহাস সম্মিলনি নানা জটিলতার মুখোমুখি হয়েছে বলে অভিযোগ করেন মুনতাসীর মামুন। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা না পাওয়ায় হতাশা ও ক্ষোভও প্রকাশ করেন এই অধ্যাপক।
শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে তৌহিদ রেজা নূর, সাংবাদিক-কবি সেলিনা পারভিনের ছেলে সুমন জাহিদ, সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদের ছেলে শাফকাত নিজাম তাদের বাবাগুলোর স্মৃতিগুলো তুলে দেন খুলনার গণহত্যা স্মৃতি জাদুঘরে। এ সম্মেলনে বিভিন্ন কলেজ- বিশ্ববিদ্যালয়ের ২০০ জন ডেলিগেট অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাহিত্য, উন্নয়ন ও তথ্য প্রযুক্তি, সমাজ ও সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বহির্বিশ্ব, প্রতিষ্ঠান ও সংরক্ষণ-শিরোনামে ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়।
দুপুরের পর অনুষ্ঠিত কর্ম অধিবেশনে অধ্যাপক মুনতাসীর মামুনকে সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মাহবুবর রাহমানকে সাধারণ সম্পাদক করে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদনা: ইয়াসিন