
ঢাকা: মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে এখনো কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘ভবিষ্যতে শাস্তির ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ।’
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললে শাস্তি দেয়ার ব্যবস্থা করা হবে। সরকার এ বিষয়ক আইন তৈরীর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘যারা স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করবে, বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবে এবং যারা একাত্তরের খুনি গণহত্যাকারীদের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে এই আইন বলে শাস্তির বিধান রাখা হয়েছে।’
মোজাম্মেল হক বলেন, ‘বর্তমান সরকার স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কার্য শুরু করেছে। ইতোমধ্যে কয়েকজন যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করা হয়েছে এবং বেশ কয়েকজনের বিচারের কাজ প্রায় চুড়ান্ত পর্যায়ে এছাড়া অন্যান্য যুদ্ধাপরাধীরর বিচার এগিয়ে চলছে।’
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/এসজি