
ঢাকা: ইমেইল ফাঁস কেলেঙ্কারি হোক বা গাদ্দাফি হত্যার সিদ্ধান্ত অনুমোদন এমনকি মার্কিন কর্পোরেট খাতের সঙ্গে আঁতাতের অভিযোগ। ঘটনার পেছনের ঘটনা যাই হোক না কেন, ইতিহাস গড়তে পারলেন না হিলারি, এখন এটাই সত্য। একই সঙ্গে একজন নারীকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখার স্বাদ থেকে বঞ্চিত হয়েছেন অনেকেই।
পরিসংখ্যান, জরিপ ও খবরের কাগজে হিলারির অবস্থান ভালো থাকলেও তার ভোটের বাজার ছিলো মন্দা। তাই হয়তো ছিটকে পড়েছেন দেশটির সাবেক ফার্স্টলেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী। যদিও নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হিলারির ফাঁস হওয়া ইমেইলে তার বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় গোয়েন্দা সংস্থা এফবিআই।
এদিকে আমেরিকার প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস’র কথাই সত্য হলো। সেখানে বলা হয় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প’র জয়ের সম্ভাবনা বেশি। ওই দৈনিকের কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ বলেন, ‘নিউইয়র্কের পত্রিকাটি হিসেব কষে বের করেছে, ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা ৫৩ শতাংশ।’
স্থানীয় সময় মঙ্গলবার উত্তর আমেরিকার বৃহত্তম রাষ্ট্র যুক্তরাষ্ট্রে সময়চক্রের ভিন্নতার কারণে ৫০ অঙ্গরাজ্যের একেকটিতে একেক সময় ভোটগ্রহণ শুরু হয়। গ্রীনিচ মান সময় বেলা ১১টা থেকে ভোট শুরু হয়। বিভিন্ন অঙ্গরাজ্যে এই ভোট চলে বাংলাদেশ সময় মধ্যরাত পর্যন্ত।
সজিব ঘোষ