
ঢাকা: জঙ্গি বিরোধী অভিযানের প্রস্তুতি হিসেবে রাজধানীর রমনা এলাকায় ‘ইন্টারনেট ব্লাকআউট ড্রিল’ নামে ইন্টারনেট বন্ধের মহড়া চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইসিপিএবি)।
সোমবার রাত ১টার পরে এই মহড়া চালানো হয়। এতে কিছুক্ষণের জন্য ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। এ সময় মোবাইলের ভয়েস কল সার্ভিসও বন্ধ রাখা হয়েছিলো।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জরুরি সেবাদান এলাকাগুলো বাদ রেখে এই মহড়া চালানোর কথা আগেই জানিয়েছিলো বিটিআরসি। বিটিআরসি কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক জঙ্গি হামলার মতো জরুরি পরিস্থিতি মোকাবেলায় এ মহড়ার আয়োজন করা হয়।
এক মাস আগে গুলশানে হামলাকারী জঙ্গিরা হামলার সময় আতঙ্ক ছড়ানোর জন্য ইন্টারনেটের মাধ্যমে ছবি অনলাইনে প্রকাশ করেছিলো, আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে তখন বিটিআরসিকে ইন্টারনেট সেবা বন্ধে বেগ পেতে হয়।
বিটিআরসির সচিব সরওয়ার আলম বলেন, জরুরি পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধে নিয়ন্ত্রক সংস্থা এবং মোবাইল ফোন ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাইয়ের জন্য এ মহড়ার আয়োজন করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই