
ডেস্ক: দেশে চাকরির বাজার সম্পর্কে ধারণা নিশ্চই আছে। চাকরির একটি পদের জন্য হুমড়ি খেয়ে পড়ে শত শত মানুষ। চাকরির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারভিউ। আর প্রতীক্ষিত চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার আগে নিজেকে কী ভাবে মানসিক ভাবে প্রস্তুত করবেন? কী করবেন কী করবেন না তা নিয়ে এই আয়োজন।
কী ধরণের প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সে বিষয়ে খেয়াল রাখুন। কোনও কর্পোরেট প্রতিষ্ঠানে বা ব্যাংক যে ধরণের সাজ-পোশাক করে ইন্টারভিউ দিতে যাবেন, প্রিন্ট মিডিয়ায় বা বিজ্ঞাপন সংস্থায় সেই ধরণের পোশাক পড়ে যাবার দরকার নেই। তবে যেখানেই ইন্টারভিউ দিতে যান বেসিক গ্রুমিংয়ের প্রয়োজন আছে।
বেসিক গ্রুমিং বলতে আমি বলতে চাইছি যেখানেই ইন্টারভিউ দিতে যান চুল আঁচড়ানো থাকবে ছিমছাম ভাবে। পড়নে থাকবে ইস্ত্রি করা পোশাক। পায়ের জুতোয় থাকবে পালিশ। নখ কাটা থাকবে পরিষ্কার ভাবে।
মেয়েরা পড়বেন তাঁতের শাড়ি অথবা সুতির শাড়ি। সুন্দর কাটিংয়ের সালোয়ার কামিজও পড়তে পারেন। অথবা পড়তে পারেন বিজনেস শার্টের সঙ্গে ম্যাচ করে স্মার্ট ট্রাউজার। কানে ছোট দুল পড়বেন। বড় ঝোলা দুল পরিহার করাই ভালো। পায়ে আরামদায়ক হিল জুতো। হিলে যেন কোনও রকম বাড়াবাড়ি না থাকে। ছোট পার্সের সঙ্গে পোর্ট ফোলিও ফোল্ডার নিতে পারেন সিভি নেওয়ার জন্য। কলম অবশ্যই সঙ্গে নেবেন। ছেলেরা জিনসের প্যান্ট পড়বেন না। ব্যাগের বদলে ব্যাকপ্যাক নেবেন না। ব্যাকপ্যাক নিলে চেহারাটা ভারি অপরিচ্ছন্ন দেখায়। কখনও বা মনে হয় আপনি কলেজ থেকে আসছেন বা বেড়াতে বেড়িয়েছেন। এই ধরণের ব্যাগের বদলে ইন্টারভিউ দিতে যাবার সময় সঙ্গে নিন পোর্টম্যান্টো বা ব্রিফকেস। বাবা বা কাকার কাছ থেকেও এই ধরণের ব্যাগ ধার করতে পারেন। এ সব যদি না নিতে চান তা হলে সঙ্গে নিন প্রযোজনীয় কাগজপত্র বহন করার মতো ফোল্ডার বা আইপ্যাড।
ইন্টারভিউতে শরীরী ভাষা:
নিজের শরীরের ভাষা (বডি ল্যাংগুয়েজ) দিয়েই আপনি আপনার ইতিবাচক দিকগুলো জাগিয়ে তুলুন।
নীরব ভাষা:
- মুখভঙ্গির অভিব্যক্তি: ইন্টারভিউয়ের কক্ষে ঢোকার সময় আপনার মুখে লেগে থাকবে স্মিত হাসি।
- যেহেতু বিষয়টা প্রতিক্ষার, তাই নার্ভাসনেস কাজ করবেই। তবে ভেতরের নার্ভাসনেস যেন বাইরে কোনোভাবেই প্রকাশ না পায়।
- হ্যান্ডশেক করার সময় দৃঢ় ভাবে হাত মেলান। মেয়েরা হ্যান্ডশেক করতে না চাইলে সালাম জানান।
- ইন্টারভিউ বোর্ডের সদস্যদের অনুমতি নিয়ে নিন বসার আগে।
- ইন্টারভিউ কর্তাদের চোখে চোখ রেখে কথা বলুন। খবরদার টেবিলের দিকে মুখ ঝুঁকিয়ে রাখবেন না বা নিজের হাতের দিকে মাথা নিচু করে তাকাবেন না।
- কথা বলার সময় নিজের হাত বা আঙুল মুখের কাছাকাছি আনবেন না।
- আঙুল নিয়ে খেলা করবেন না।
- চলাফেরার মধ্যে যেন আত্মবিশ্বাস স্পষ্ট থাকে।
ইন্টারভিউ এ করনীয় সম্পর্কিত নিচের ভিডিওটি দেখতে পারেন
কথা বলার সময়:
- ইন্টারভিউ দেওয়ার সময় নিজের নাম স্পষ্ট ভাষায় পরিষ্কার ভাবে উচ্চারণ করুন।
- প্রত্যেক প্রশ্ন মন দিয়ে শুনুন। এবং প্রতিটা প্রশ্ন শেষ হওয়ার পর উত্তর দিন।
- চোখে হাসবেন এবং মস্তিষ্ক দিয়ে উত্তর দেবেন। উত্তর দেওয়ার সময় ভাবাবেগের প্রকাশ যত কম ঘটে ততই ভাল।
গ্রন্থনা: ময়ূখ ইসলাম, সম্পাদনা: প্রণব