
ডেস্ক: বিখ্যাত ও ঐতিহাসিক চরিত্রগুলো নিয়ে একের পর এক ছবি বানাচ্ছেন বলিউডি নির্মাতারা নির্মাতারা। সর্বশেষ ‘আজহার’ সিনেমার ব্যাপক সফলতার পর এবার ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছেন ফ্যাশন খ্যাত পরিচালক মধুর ভান্ডারকর। আর ইন্দিরার চরিত্রে তিনি নেওয়ার কথা ভাবছেন ‘অন্তহীন’ সিনেমার মিষ্টি মেয়ে রাধিকা আপ্তেকে।
রাধিকা এরই মধ্যে মাঝি: দ্য মাউন্টেনম্যান, বদলাপুর, ফোবিয়ার মতো বেশ কিছু দর্শক নন্দিত ছবিতে অভিনয় করেছেন। তাই ইন্দিরা গান্ধীর মতো শক্তিমান কোনো নারী চরিত্রে তাকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। যদিও রাধিকা বা মধুর কারও কাছ থেকেই এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ইন্দিরা গান্ধী এখন পর্যন্ত ভারতের একমাত্র নারী প্রধানমন্ত্রী। ১৯৮৪ সালে তিনি আততায়ীর গুলিতে নিহত হন। নতুন ছবির জন্য তাকে নিয়ে এখন গবেষণায় ব্যস্ত আছেন নির্মাতা মধুর ভান্ডারকর। ফিল্মফেয়ার।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস