ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে লোকসংগীত সন্ধ্যা

ডেস্ক: ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো এক মনোমুগ্ধকর লোকসংগীত সন্ধ্যা।
শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গান গেয়ে শোনান লোকগানের জনপ্রিয় দুই শিল্পী কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার। তারা ‘ভালো আছি ভালো থেকো, ‘বনমালী গো’, ‘জাত গেলো জাত গেলো’, ‘আমি মিনতি করি রে’সহ বেশ কিছু পুরাতন এবং জনপ্রিয় গান গেয়ে শোনান।
ঢোলে ছিলেন দসহোরোত দাস, তবলায় ছিলেন দিপক দাস, অক্টোপ্যাডে ছিলেন পলাশ কুমার শা, দোতারায় ছিলেন রতন কুমার রায়, বাঁশিতে ছিলেন মামুনুর রশিদ ও কি-বোর্ডে ছিলেন ইফতেখাইরুল হোসেইন সোহেল।
গ্রন্থনা: রাকিব