ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী নৌকায় অগ্নিকাণ্ড, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় একটি পর্যটকবাহী নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন।
রোববার দেশটির রাজধানী জাকার্তায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ফেরি বুদিহারসো নামে স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানান, এ ঘটনায় ৯৮ জনকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ‘যাহরো এক্সপ্রেস’ নামে ওই নৌকাটি মুয়ারা আঙ্কে বন্দর থেকে কিছুদূর যাওয়ার পর নৌকাটির জেনারেটরের শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় তদন্ত করা হচ্ছে বলেও জানান পুলিশের ওই মুখপাত্র।
গ্রন্থনা: রাকিব