ইন্দোনেশিয়ায় পুলিশি অভিযানে ৩ ‘জঙ্গি’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার জাকার্তায় পুলিশি অভিযানে সন্দেহভাজন তিন জঙ্গি নিহত হয়েছেন।
বুধবার দেশটির এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
রিকওয়ান্তো নামে ওই পুলিশ কর্মকর্তা জানান, জাকার্তায় একটি ভবনে স্থানীয় পুলিশ অভিযান চালানোর সময় সন্দেহভাজন জঙ্গিরা বোমা বিস্ফোরণের চেষ্টা চালায়। এ সময় তিনজন নিহত হয়। এছাড়া অভিযান চলাকালে একজনকে আটক করা হয়েছে।
সন্দেহভাজন জঙ্গিরা আত্মঘাতী হামলার মাধ্যমে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলো বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০০২ সালে ইন্দোনেশিয়ার বালিতে জঙ্গি হামলায় নিহত হয় দেশটির প্রায় দুইশতাধিক মানুষ। এরপর থেকে কঠোর হস্তে জঙ্গি দমনে কাজ করছে ইন্দোনেশিয়ান পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।
গ্রন্থনা: রাকিব