
জাকার্তা: ইন্দোনেশিয়ার উপকূলে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ফলে নিহতের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় ১৭ জন নিখোঁজ আছেন বলে জানা গেছে। রোববার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজধানী জাকার্তা থেকে ৫০ কিলোমিটার দূরত্বে টিডুং আইল্যাণ্ডের একটি রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করা জাহরো এক্সপ্রেস নামক ফেরিতে আকস্মিকভাবে আগুন লেগে যায়। এসময় ফেরিতে ২৩০ জনের বেশি যাত্রী ছিল। এদের বেশিরভাগই ইন্দোনেশিয়ার নাগরিক। ইংরেজি নববর্ষের ছুটি কাটানোর উদ্দেশ্যে তারা টিডুং যাচ্ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাকার্তার মুয়ারা আংকে বন্দর থেকে ১.৫ কিলোমিটার যাওয়ার পর ফেরির জেনারেটরের শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় যাত্রীদের অনেকেই সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। এখন পর্যন্ত ১৯৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: বিবিসি
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: ইয়াসিন