ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৭ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর এলাকা থেকে ২৭৮ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ১৫১.৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করেনি দেশটির আবহাওয়া অফিস।
এদিকে ভূমিকম্পটির কম্পন ডারউইন ও অস্ট্রেলিয়ায় কিছুটা অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
গ্রন্থনা: রাকিব