
মুম্বাই: কংগ্রেস নেতা বাবা সিদ্দিক আয়োজিত রোববারের ইফতার পার্টিতে যেন তারার মেলা বসেছিল। সুপার খান শাহরুখ, সালমান তো ছিলেনই এছাড়াও ক্যাটরিনা কাইফ, বলিউডের নব দম্পতি বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারও উপস্থিত ছিলেন বার্ষিক এই ইফতার পার্টিতে।
মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেল তাজ ল্যান্ডে রোববার সন্ধ্যার এই ইফতার পার্টিতে বলিউডের একঝাঁক তারকাদের দেখতে পাওয়া যায়। সবাই আশা করেছিলেন বজরঙ্গী ভাই সালমান খান তার কথিত প্রেমিকা লুলিয়া ভান্তুরকে নিয়ে হাজির হবেন। কিন্তু সবাইকে হতাশ করে তিনি একাই হাজির হলেন ইফতার পার্টিতে।
সালমান এবং শাহরুখ উভয়েই কালো রঙের পোশাক পরে হাজির হন। বলিউড বাদশা ক্যাজুয়াল লুকে থাকলেও কালো রঙের পাঠান কুর্তা এবং পাজামায় দাবাং খানকে অসাধারণ লাগছিলো। এই ঈদেই সালমানের বহু কাংখিত সুলতান মুক্তি পাবে।
লুলিয়া না এলেও সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কিন্তু এসেছিলেন ইফতার পার্টিতে। মনীষ মালহোত্রার লাল রঙের মেঝে ছোঁয়া আনারকলি ড্রেস পরিহিত ক্যাটরিনা পার্টির মূল আকর্ষণের কেন্দ্রে পরিণত হন।
বাবা সিদ্দিক’র ইফতার পার্টি মিডিয়ায় প্রথম আলোড়ন তোলে ২০১৩ সালে। সেসময় বলিউডের প্রধান দুই খান এবং ঘনিষ্ঠ বন্ধু সালমান এবং শাহরুখের মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ ছিল। কিন্তু সেই ইফতার পার্টিতে ছয় বছর পরে দুই খান একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এরপর থেকে প্রতিবছর বাবা সিদ্দিক’র ইফতার পার্টির জন্য অপেক্ষা করে থাকেন মিডিয়া কর্মীরা। সূত্র: এনডিটিভি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি