ইফতেখারে জুটি বাঁধছেন সায়মন-মাহি

ঢাকাঃ সব জল্পনা-কল্পনার ইতি টেনে মোস্তাফিজুর রহমান মানিকের ‘ইফতেখার’ ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন নায়ক সায়মন সাদিক ও নায়িকা মাহিয়া মাহি। ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক নিউজনেক্সটবিডি ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মানিক বলেন, ‘মঙ্গলবার দুপুরে মাহি ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছে। আমার গুরু জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবিটিতে মাহি-সাইমন জুটি দারুণ সাফল্য পেয়েছিলো। সেই অনুপ্রেরণা থেকেই এই দুই তারকাকে আমার ছবিতে চুক্তিবদ্ধ করেছি। ইফতেখার দিয়ে এই জুটি নতুন করে আলোচনায় আসবে এবং সাফল্য পাবে বলে বিশ্বাস করছি।’
এস এস মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাইদ খান।
প্রতিবেদনঃ আসিফ আলম, প্রকাশ: প্রীতম