
ঢাকা: বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পাশ ঘেঁষে ইসলামিক ফাউন্ডেশনের(ইফা) উদ্যোগে আয়োজিত ইসলামিক বইমেলায় শুক্রবার ছুটির দিনে ছিলো ক্রেতাদের ভিড়।
শুক্রবার জুমার নামাজ শেষ হয়ার পর পর বইয়ের স্টোল গুলোতে ক্রেতাদের বই কিনতে দেখা যায়। এবার ৬১ টি দোকান নিয়ে শুরু হয়েছে ইসলামিক বই মেলার আসর।
নিউজনেক্সটবিডি ডটকম’র প্রতিভেদকের সঙ্গে কথা হয় আজিজিয়া কুতুবখান নামক স্টোলের মালিক মাঝারুল ইসলামের। তিনি বলেন, ‘আগের দুই দিনের থেকে আজ শুক্রবার বিক্রি ভালো। মেলা উপলক্ষ্যে আমরা ক্রেতাদের ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি।’
মেলা প্রাঙ্গনে ছড়িয়ে পড়েছে নতুন বইয়ের ঘ্রাণ। রোজার শেষদিন পর্যন্ত চলবে এই বই মেলা। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। এছাড়া মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিস বিক্রি হচ্ছে।
এছাড়া নতুন বইগুলোর মধ্যে চার খলিফার ৪০০ ঘটনাবলী, জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস, দোযখের কঠোর আজাব ও বেহেস্তের মহা শান্তি, জাহান্নামের আগুন হতে আপন ঘর, ওয়াজে বেনজীর, আদর্শ নারী, জান্নাতি দশ নারী, মুস্লিম নারীর সংগ্রাম সাধনা, দুনিয়া বিমুখ শত মনীষী এমন সব ইসলামিক বই এসেছে বলে জানায় এদাদীয়া লাইব্রেরীর মোঃআব্দুল্লা।
রমজান মাস উপলক্ষে আয়োজিত মেলাটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ৬ জুন ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান মেলার উদ্বোধন করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি/এমআই