
ঢাকা: বাংলা গান ‘মন খারাপের আকাশ’ দিয়ে নতুন ইংরেজি বছর শুরু হলো। তবে এই মন খারাপ কোনো ব্যক্তির নয়। নতুন বছরের শুরুতে প্রকাশিত হওয়া একটি বিশুদ্ধ বাংলা গানের প্রথম লাইন ‘মন খারাপের আকাশ’।
‘মন খারাপের আকাশ আমার দেখবে যদি আসো/ বলবো না তো এই আমাকে একটু ভালোবাসো/’ এমন কথার গানটি লিখেছেন স্বনামধন্য গীতিকার রবিউল ইসলাম জীবন।
গানটিতে কন্ঠ দিয়েছেন কলকাতার ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী। সুর ও সঙ্গীতায়োজনে জয় শাহরিয়ার।
বর্ণ চক্রবর্তীর নির্দেশনায় গানটির ভিডিওতে মডেলও হয়েছেন ইমন চক্রবর্তী নিজেই। ভিডিওটি প্রকাশ করেছে আজব রেকর্ডস।
গানটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘ইমন চক্রবর্তী তার গায়কী দিয়ে দুই বাংলাতেই অসামান্য শ্রোতাপ্রিয়তা পেয়েছেন। ‘মন খারাপের আকাশ’ গানটিও তার কণ্ঠে পূর্ণতা পেয়েছে। বরাবরের মতো চেষ্টা করেছি নিজের ভাষায় শ্রোতাদের মনের কথা ফুটিয়ে তুলতে। আশা করছি সবার ভালো লাগবে।’ বাংলাদেশে এটি ইমনের প্রথম গান ‘মন খারাপের আকাশ’।
প্রতিবেদক: নাহিদ ন্যাস, সম্পাদনা: জাহিদ