
ডেস্ক: বলিউডে সিরিয়াল কিসার হিসেবে পরিচিত ইমরান হাশমিও ঘুষ দেন! তাও আবার ছবির দৃশ্যের জন্য! শুনে অবাক হচ্ছেন নিশ্চয় কিন্তু এটায় সত্য।
ইমরানের প্রায় প্রতি ছবিতেই থাকে একটি চুমুর দৃশ্য। আর এই চুমুর দৃশ্যে অভিনয় করার জন্য প্রতিবারই স্ত্রীকে ঘুষ দেন ইমরান হাশমি।
মঙ্গলবার নিজের লেখা ‘দ্য কিস অফ লাইফ’ বইটি প্রকাশ করেন ইমরান। সেই অনুষ্ঠানেই তিনি শেয়ার করেছেন এই মজার তথ্য।
তিনি বলেন, ‘ছবির প্রতিটি চুমুর জন্য বউয়ের রাগ ভাঙাতে ব্যাগ কিনে দিই আমি। আমার বাড়িতে একটা আলমারি রয়েছে, যেটা শুধু ওর ব্যাগ রাখার জন্যই ডেডিকেটেড!’
ইমরানের চুমুর দৃশ্যে স্বাভাবিক ভাবেই এতে গৃহশান্তি বিঘ্নিত হয়েছিল। অনেক বুঝিয়ে বউয়ের মান ভাঙাতে হয়েছে হাশমিকে। সঙ্গে পানিশমেন্ট হিসেবে চুমু পিছু বউয়ের একটি করে ব্যাগের আবদারও মেটাতে হয়! কারণ ইমরানের বউয়ের সবচেয়ে পছন্দের জিনিস ব্যাগ। তাই সেটা কিনে দিয়েই মানভঞ্জন করেন নায়ক।
প্রসঙ্গত, ইমরানের ছেলে আয়ান ২০১৪-থেকে ক্যান্সারে ভুগছে। কী ভাবে এই মারণ রোগের সঙ্গে লড়াই করে ধীরে ধীরে সুস্থ হয় ছোট্ট আয়ান, তারই বাস্তব কাহিনি এই বইতে লিখেছেন ইমরান হাশমি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ