
ঢাকা: ইমার্জিং টিম এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে আগামী ২৭ মার্চ। ঘরের মাঠে এই টূর্নামেন্টের শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্যে মুমিনুল হককে অধিনায়ক ও নাসির হোসেনকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে ইমার্জিং কাপের প্রথম দিনেই মাঠে নামবে অংশগ্রহণ করা আটটি দল। কক্সবাজারে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩ এপ্রিল ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল নয়টায়। আর ফাইনাল ম্যাচটি হবে দুপুর দুইটায়, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এর আগে প্রথমে জানানো হয়েছিল ১৫ মার্চ থেকে শুরু হবে ইমার্জিং টিম এশিয়া কাপ। এরপর দ্বিতীয় দফায় জানানো হয় ২৫ মার্চ থেকে শুরু হবে এ টুর্নামেন্ট। তবে শেষ পর্যন্ত ২৭ মার্চ নির্ধারণ করা হয় আট দলের এ টুর্নামেন্ট। এশিয়ার চারটি টেস্ট খেলুড়ে দলের সঙ্গে খেলবে আরও চারটি দল। আফগানিস্তান, হংকং, নেপাল ও মালয়েশিয়া।
১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড
মমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি চৌধুরি, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দিন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, আফিফ হোসেন ধ্রুব, সালমান হোসেন, নাসুম আহমেদ।
প্রকাশ: তুহিন