
ঢাকা: দুই বছর আগে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বে ইরানের কাছে ২-১ গোলে মূল পর্ব থেকে ছিঁটকে পড়েছিল বাংলাদেশ। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐ ম্যাচে আগে গোল করেও হারের যন্ত্রনা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল স্বাগতিকদের।
দুই বছর পর আবারো একই আসরে একই প্রতিপক্ষের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা। ভেন্যুও একই। তবে এবার চিত্রপট সম্পূর্ণ উল্টো। টুর্নামেন্টের ফেবারিট দল ইরানকে আজ শনিবার ৩-০ গোলে পরাস্ত করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দারুন এক জয় তুলে নিয়ে আসরের চ্যাম্পিয়ন হওয়ার পথ কিছুটা হলেও মসৃন করেছে লাল-সবুজবাহিনী। দুই বছর আগের সেই হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছে স্বাগতিকরা।
শনিবার সন্ধ্যায় শুরু হওয়া এ ম্যাচে আগা-গোড়াই আধিপত্য ছিল স্বাগতিকদের। শুরু থেকেই একের পর এক আক্রমন রচনা করে ইরানিদের দূর্গে কাঁপন ধরিয়ে দেয় মার্জিয়া-কৃষ্ণারা। পুরো ম্যাচে বলার মতো একটি আক্রমন করতে পারেনি সফরকারীরা।
ইরান প্রথমার্ধের পুরোটা সময়ই ছিল চাপের মুখে। কাউন্টার অ্যাটাকে স্বাগতিক শিবিরে বার কয়েক আঘাত হানার বৃথা চেষ্টা করেছিল তারা। প্রথমার্ধে প্রায় তিনটি গোলের সহজ সুযোগ নষ্ট করে বাংলাদেশের মেয়েরা। অবশেষে তারা গোলের দেখা পায় ম্যাচের ৬৩ মিনিটে।
সানজিদা খাতুনের করা কর্নার ক্লিয়ার করেছিল ইরানি ডিফেন্স। মাঝমাঠ থেকে বল আবারও ইরানি ডিফেন্সে এসে পড়লে তাতে ভলি শট নেন মারিয়া মান্ডা। জায়েদেহ বল ফেরালেও রিবাউন্ডে প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন মিডফিল্ডার মারজিয়া (১-০)।
মাত্র তিন মিনিটের ব্যবধানে গোলের গ্রাফটা আরও একধাঁপ উপরে নিয়ে যান মৌসুমী। স্বপ্নার করা ক্রস বক্সের ডানপ্রান্তে নিয়ন্ত্রণে নেন সানজিদা, কোনাকুনি দৌড়ে এগিয়ে আসা মৌসুমির সামনে ফেলেন বল। এক মুহুর্তও দেরি করেননি মৌসুমী। সেকেন্ডবার ঘেঁষে জোড়ালো শটে ইরানের জালে বল পাাঠিয়ে সমর্থকদের উল্লাসে মাতিয়ে তুলেন (২-০)।
ম্যাচ শেষ হতে তখন বাকী মাত্র ৪ মিনিট। দুইবার আক্রমন করেও যখন গোল বঞ্চিত তহুরা, ঠিক তখনি অধরা গোলের দেখা পেয়ে যান দিন কয়েক আগে অসুস্থ্যতা থেকে মাঠে ফেরা দলের নির্ভরযোগ্য এ ফরোয়ার্ড। মণিকা চাকমার ক্রসে হেড করে ইরানি গোলরক্ষক জায়েদেহের মাথার উপর দিয়ে বল জালে ঠেলে দেন তহুরা (৩-০)।
প্রতিবেদন: কবীরুল ইসলাম, তুসা