
তেহরান: সন্ত্রাসী একটি গ্রুপের ২০ জন সদস্যকে একইদিনে ফাঁসি দিয়েছে ইরান। এরা সবাই সুন্নি মুসলমান ছিলেন। বৃহস্পতিবার ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে তথ্যটি জানানো হয়।
আইআরআইবি টেলিভিশনে প্রসিকিউটর জেনারেলের বরাত দিয়ে বলা হয়, এই সন্ত্রাসীরা নারী, শিশুসহ অনেককেই হত্যা করেছে, বিভিন্ন ধ্বংসাত্মক কাজসহ নিরাপত্তা লংঘন করেছে এমনকি কুর্দি এলাকায় সুন্নি ধর্মীয় নেতাদের হত্যা করেছে। এরা চরমপন্থী তৌহিদ এবং জিহাদ গ্রুপের সদস্য।
প্রসিকিউটর জেনারেল জানান, গত মঙ্গলবার এদের ফাঁসিতে ঝুলানো হয়।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বুধবার একটি বিবৃতিতে জানায়, ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত ২৪ টি সশস্ত্র হামলা করেছে এই সন্ত্রাসী গ্রুপটি। এদের মধ্যে বোমাবাজি এবং ডাকাতির ঘটনাও রয়েছে।
এছাড়া ২০০৯ সালে দু’জন সুন্নি নেতা মামুস্তা বোরহান আলি এবং মামুস্তা মোহাম্মদ শেখ আল-ইসলামকে হত্যা করে এই গ্রুপটি।
বিভিন্ন মানবাধিকার সংস্থা ফাঁসির এই ঘটনার নিন্দা জানায়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ফাঁসিতে ঝুলানো শাহরাম আহমাদিকে জোর করে দোষ স্বীকার করতে বাধ্য করা হয়।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, গত বছর ৯৭৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সূত্র: ডন, বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে