
রামাল্লা: পশ্চিম তীরের কাছে বাইত উর এবং বাইত সিরা গ্রামের মধ্যবর্তী স্থানে মঙ্গলবার ভোরে ইসরাইলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত ও অপর দু’জন মারাত্মকভাবে আহত হয়েছেন। ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে একথা জানান। নিহত ব্যক্তির নাম মাহমুদ বাদরান(২০)বলে উল্লেখ করেন তারা।
ইসরাইলি কর্মকর্তারা জানান, রামাল্লার পশ্চিমে ইসরাইলি মহাসড়কের কাছে তিন ফিলিস্তিনি পাথর নিক্ষেপ করার সময় সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন নিহত ও দু’জন আহত হন। ইসরাইলি সংবাদ মাধ্যমে বলা হয়, ফিলিস্তিনি নাগরিকদের পাথর নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকটি গাড়ির ক্ষতি হয় এবং দুই চালক সামান্য আহত হন।
এদিকে মঙ্গলবার সকালে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে হাজা গ্রামের বাশার মাসালা নামে এক ফিলিস্তিনির বাড়ি ভেঙ্গে ফেলে ইসরাইলি সেনারা। তার বিরুদ্ধে মার্কিন পর্যটককে হত্যার অভিযোগ রয়েছে। গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিন এবং ইসরাইলিদের মধ্যে অব্যাহত সহিংসতায় কমপক্ষে ২০৯ জন ফিলিস্তিনি, ৩২ জন ইসরাইলি, ২জন মার্কিন নাগরিক এবং ১ জন ইরিত্রিয়া ও সুদানের নাগরিক নিহত হন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসআই